রেলের মাস্টারপ্ল্যানের আওতায় ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয়ে ২৩০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে মোট প্রায় ২ হাজার ৭১৫ দশমিক ৫৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মিত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার ঢাকার রেলভবন সম্মেলন কক্ষে (যমুনা) সরকারের ১ বছর পূর্তিতে রেলপথ মন্ত্রণালয়ের অর্জন ও আগামীর লক্ষ্যমাত্রা তুলে ধরতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো. শামসুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/economy/news/550968